সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েত নগর ইউনিয়নের মহুরুদ্দিরচর গ্রামের রুবেল শেখ স্বপ্ন দেখেন তার পিতা মৃত সোহরাব শেখ কবরে জীবিত আছেন, তিনি মারা যাননি।
এ পরিপেক্ষিতে বৃহস্পতিবার গভীর রাতে রুবেল একা পারিবারিক কবরস্থান থেকে পিতার লাশ উত্তোলন করেন। পরে নিজ ঘরের বারান্দায় দাফন করেন। এমন ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাড়িতে আসতে শুরু করেন এলাকার লোকজন।
এলাকাবাসীরা জানান, সোহরাব শেখ ৮-৯ মাস আগে মারা যান। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার লাশ তোলার খবর পেয়ে আমরা স্বচক্ষে দেখতে আসলাম। প্রকৃতপক্ষে সোরাফ শেখের ছেলে রুবেল শেখ একজন নেশাগ্রস্ত ব্যক্তি। এলাকায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং অনেকগুলো মামলার আসামি এই রুবেল।
তবে কি কারণে তার বাবার লাশ কবর থেকে উত্তোলন করে নিজ ঘরে দাফন করেছেন এ ব্যপারে কিছু বলতে পারছে না কেউ।
তবে অভিযুক্ত রুবেল জানান, “আমি স্বপ্ন দেখছি আমার বাবা কবরস্থানে জীবিত আছেন। তাই আমি বাবার লাশ কবর থেকে উত্তোলন করি। পরে মৃত দেখে বাবার লাশ নিজ ঘরে দাফন করি। কারণ আমার বাবার ইচ্ছে ছিল নিজের জায়গায় তাকে কবর দেয়া হোক।”
এমন ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী বলছে রুবেল শেখ পাগল হয়ে গেছে, তার চিকিৎসা করানো উচিৎ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD