‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ প্রখ্যাত নির্মল সেনের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ
‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’ প্রখ্যাত নির্মল সেনের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ
admin
প্রকাশিত ০৮ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৬ ১৮:৫৫:৪০
Manual2 Ad Code
সুনির্মল সেন: বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড নির্মল সেন। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দিঘিরপাড় গ্রামে ১৯৩০ সালের ৩ আগস্ট জন্ম গ্রহন করে ২০১৩ সালের ৮জানুয়ারী প্রয়াত হন। তাঁর পিতার নাম সুরেন্দ্র নাথ সেন গুপ্ত ও মাতার নাম লাবণ্য প্রভা সেন গুপ্তা। বৃটিশ আমল হতে মৃত্যকাল অবধি এদেশের প্রতিটি গনতান্ত্রিক ও শ্রেণি পেশার আন্দোলনে তার অবদান ছিলো অগ্রনী। নির্মল সেন ছিলেন আজন্ম বিপ্লবী।নির্মল সেনের রাজনীতিতে হাতেখড়ি তরুণ বয়সে বৃটিশবিরোধী আন্দোলনে যুক্ত হয়ে। কলেজ জীবনে তিনি বৃটিশবিরোধী সশস্ত্র বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। ১৯৪৪ সালে তিনি রেভ্যুলিউশনারি সোশ্যালিস্ট পার্টি-আরএসপিতে যোগ দেন। বরিশাল বিএম কলেজ থেকে আইএ, ১৯৬১ সালে জেলখানা থেকে বিএ এবং ১৯৬৩সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। নির্মল সেন দীর্ঘদিন শ্রমিক কৃষক সমাজবাদী দলের নেতৃত্ব দেন। পরে দলটি গণতান্ত্রিক বিপ্লবী পার্টিতে একীভূত হয় এবং নতুন দল গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি হন তিনি। ১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজের মধ্যদিয়ে নির্মল সেনের সাংবাদিকতা জীবন শুরু। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন নির্মল সেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অতিথি শিক্ষকও ছিলেন তিনি। লেখক: কবি ও সিনিয়র সাংবাদিক