১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্বামীর পরকীয়ার প্রতিবাদে বান্ধবীর নামে লাল ব্যানার টাঙালেন স্ত্রী চীনে

admin
প্রকাশিত ০১ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ১১:২৬:৩৩
স্বামীর পরকীয়ার প্রতিবাদে বান্ধবীর নামে লাল ব্যানার টাঙালেন স্ত্রী চীনে

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: চীনের হুনান প্রদেশের রাজধানী চাংশায় স্বামীর পরকীয়ার প্রতিবাদে অভিনব কাণ্ড ঘটিয়েছেন এক নারী। তিনি তাঁর স্বামীর ঘনিষ্ঠ বান্ধবীর বিরুদ্ধে লাল ব্যানার ও পতাকা টাঙিয়ে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন।

হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ব্যানারে ওই নারী লিখেছেন— “শি সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গ করে বান্ধবীর স্বামীর সঙ্গে পরকীয়া করেছেন।” অন্য একটি পতাকায় অভিযোগ করা হয়, শি পাঁচ বছর ধরে ওই নারীর স্বামীকে যৌনসেবা দিয়েছেন এবং অফিস চলাকালীন সময়েও হোটেলে গেছেন।

শি হংশান কমিউনিটির পর্যটন ব্যবস্থাপনা কার্যালয়ের অর্থ বিভাগে চাকরি করেন বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছেন। পরে দ্রুতই ব্যানারগুলো সরিয়ে ফেলা হয়।

Manual6 Ad Code

আইনজীবীরা বলছেন, অভিযোগ প্রমাণিত না হলে এ ধরনের ব্যানার টাঙানো মানহানি হিসেবে গণ্য হতে পারে এবং সর্বোচ্চ ১৯ দিন আটক বা ৫০০ ইউয়ান জরিমানা হতে পারে।

Manual2 Ad Code

ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে কেউ কেউ স্ত্রীর পদক্ষেপকে “অবৈধ হলেও যথার্থ প্রতিশোধ” বলে মন্তব্য করেছেন, আবার অনেকে বলেছেন— “সরকারি চাকরিজীবী বান্ধবীর ক্যারিয়ার এখন হুমকির মুখে।”

Manual5 Ad Code