২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীরও মৃত্যু

admin
প্রকাশিত ০৫ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৫ ১২:২৯:২১
স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর স্ত্রীরও মৃত্যু

Manual3 Ad Code

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় একই সঙ্গে মৃত্যুবরণ করলেন এক দম্পতি। প্রথমে স্বামী অসুস্থ হয়ে মারা যান, আর স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে হৃদরোগে মারা যান স্ত্রী।

Manual3 Ad Code

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামে। নিহতরা হলেন—একই গ্রামের ছায়দুল হক (৫৯) ও তাঁর স্ত্রী বিবি মরিয়ম (৫৫)।

Manual6 Ad Code

স্থানীয় ইউপি সদস্য আবু তালেব টিপু জানান, সন্ধ্যার দিকে ছায়দুল হক অসুস্থ হয়ে পড়লে পরিবার তাঁকে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ভেতরেই স্ট্রোক করেন বিবি মরিয়ম। তাঁকেও দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

গ্রামজুড়ে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual8 Ad Code