১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্বামী-স্ত্রীর মরদেহ উ দ্ধা র করেছে পুলিশ

admin
প্রকাশিত ১৪ জুন, শনিবার, ২০২৫ ২২:৫৮:৩২
স্বামী-স্ত্রীর মরদেহ উ দ্ধা র করেছে পুলিশ

Manual8 Ad Code

সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকার একটি মাঠ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) সকালে পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ির অদূরে খোলা মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহতরা হলেন- মনিরুজ্জামান (৫৫) এবং রেহেনা বেগম (৫০)।

Manual7 Ad Code

 

 

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া।

Manual1 Ad Code

পুলিশ বলছে, ময়নাতদন্তের পরেই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।

 

 

 

Manual7 Ad Code

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। সেখান থেকে রেহেনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মনিরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোর্ট থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

 

 

 

 

স্থানীয় বাসিন্দারা জানান, মনিরুজ্জামান ও রেহেনা বেগম ওই গ্রামের বাসিন্দা। শনিবার সকালে নিজ বাড়ির অদূরে রেহেনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এর প্রায় ১০০ গজ দূরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল মনিরুজ্জামানের মরদেহ। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

 

Manual5 Ad Code

 

এ দিকে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়দের কেউ কেউ। অন্যদিকে অনেকেই মনে করছেন, এটি একটি হত্যাকাণ্ড।