
ভারতের নারী ক্রিকেট তারকা স্মৃতি মান্ধানা অবশেষে নীরবতা ভাঙলেন। পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে কি না—এ নিয়ে চলমান আলোচনার পর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানালেন, তাঁদের বিয়ে বাতিল করা হয়েছে।
আজ সকালে অফিশিয়াল ইনস্টাগ্রামে মান্ধানা লিখেছেন—
“আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা চলছে। আমি চুপচাপ থাকতে পছন্দ করি। তবে একটা ব্যাপার স্পষ্ট করে বলতে চাই—বিয়ে বাতিল করা হয়েছে। দুই পরিবারের প্রাইভেসি সম্মান করুন।”
ক্রিকেটেই মনোযোগী থাকতে চান জানিয়ে তিনি আরও লিখেছেন,
“সময়টা এখন এগিয়ে যাওয়ার। দেশের হয়ে আরও শিরোপা জিততে চাই।”
২ নভেম্বর মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। এই শিরোপা জয়ে মান্ধানার বড় ভূমিকা ছিল—
রান: ৪৩৪
গড়: ৫৪.২৫
স্ট্রাইক রেট: ৯৯.০৮
সেঞ্চুরি: ১
ফিফটি: ২
বিচ্ছেদের বিষয়টি পলাশ মুচ্ছলও নিশ্চিত করেছেন। তবে ভারতীয় সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে
“ভিত্তিহীন ও মানহানিকর” বলে দাবি করেছেন তিনি।
পলাশ বলেন,
“এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। যারা মানহানিকর কনটেন্ট ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
২০ নভেম্বর মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে স্মৃতি–পলাশের আড়ম্বরপূর্ণ বাগদান অনুষ্ঠিত হয়।
স্মৃতির চোখ বেঁধে স্টেডিয়ামের মাঝখানে আনা
হাঁটু গেড়ে পলাশের বিয়ের প্রস্তাব
আংটি বদল
লাল গোলাপ হাতে পলাশের ‘সে হ্যাঁ বলেছে’ ক্যাপশন
এই দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।
২৩ নভেম্বর তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল।
বাগদানের পর মান্ধানার বাবার অসুস্থতা
পলাশের হঠাৎ শারীরিক জটিলতা ও হাসপাতালে ভর্তি
এর পর বিয়ে সাময়িক স্থগিত করা হয়। শেষ পর্যন্ত আজ দুই পক্ষ নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ করলেন।