১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সড়কে কর্ম বিরতির ডাক!

admin
প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, বুধবার, ২০২৫ ১১:৫৪:০৫
সড়কে কর্ম বিরতির ডাক!

Manual7 Ad Code

সুনমাগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৮৬৬) মালিকানাধীন এসি বাস সিলেট-সুনামগঞ্জ সড়কে নীলাদ্রী পরিবহন চলাচল করতে না দেয়ার প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে।

 

 

 

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা সমড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের মল্লিকপুরস্থ নতুন বাসস্টেশন এলাকায় এই মানববন্ধন পালন করা হয়।

 

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সুনামগঞ্জ জেলা অটোরিকশা, সিএনজি, টেক্রিকার ড্রাইভার ইউনিয়নের সাধারণ সম্পাদক আল আমীন কালা, সুনামগঞ্জ জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল খালিক ও  শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।

 

 

শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেছেন, পাঁচমাস পূর্বে ছয়টি সংগঠনের শ্রমিকদের ঘামের টাকা দিয়ে একটি নিলাদ্রী এসি বাস সুনসমগঞ্জ-সিলেট সড়কে চলাচলের জন্য শ্রমিকদের স্বার্থে কেনা হয়েছিল। কিন্ত সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এই ছয়টি সংগঠনের নেতৃবৃন্দরা বাসটি চালানোর জন্য দফায় দফায় বৈঠক করেও কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এই রাস্তায় বাস মিনিবাস মালিক সমিতির আওতায় অন্যান্য এসি বাস চলাচল করলে ও আমাদের এই বাসটিকে চলাচল করতে বাধা প্রদান করা হয়। এই রাস্তায় শ্রমিকদের কেনা নিলাদ্রী বাস চালাতে হলে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দকে আয়ের দুইভাগ টাকা দিতে হবে বলে তারা জানান।

 

 

 

তাই ১৯ ফেব্রুয়ারির ভেতরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এই এসি বাসটি প্রশাসন চালানোর অনুমতি না দিলে ২০ ফেব্রুয়ারি থেকে শ্রমিকরা কর্মবিরতির ডাক দিবেন এবং দাবী আদায় না হলে লাগাতার  অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধনে আসা শ্রমিক নেতারা হুশিয়ারী উচ্চারণ করেন।

 

Manual3 Ad Code

 

 

নেতৃবৃন্দরা বলেন, এই ছয়টি সংগঠনে হাজারো শ্রমিকরা কর্মরত রয়েছেন,এতে কোন শ্রমিক অসুস্থ হলে কিংবা মৃত্যুবরণ করলে এই খরিদকৃত নিলাদ্রী এসি বাসের আয়ের টাকা দিয়ে তাদের সহায়তা করার জন্যই মূলত এই নিলাদ্রী এসি বাসটি খরিদ করা হয়েছিল।

Manual3 Ad Code