২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

সড়কে প্রাণ গেল ২ জনের, আহত ৩

admin
প্রকাশিত ১৩ জুলাই, রবিবার, ২০২৫ ১৬:৫৩:০৭
সড়কে প্রাণ গেল ২ জনের, আহত ৩

Manual2 Ad Code

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর সড়কে ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার সোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য।

Manual1 Ad Code

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক বাহাজ উদ্দিন বানু মিয়া (৩২) ও অটোরিকশা যাত্রী আতিকা সুলতানা (১৩)। বানু মিয়া ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা। আতিকা সুলতানা নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

আহত ব্যক্তিরা হলেন আবু বক্কর সিদ্দিক (৩৮), তাঁর স্ত্রী মোর্শেদা বেগম (৩৫) ও তাঁদের মেয়ে ফাতেমা (৯)। আবু বক্কর সিদ্দিককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ট্রাকটি ভূরুঙ্গামারী থেকে স্থলবন্দরের দিকে যাচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশা ওই ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার যাত্রী আতিকা সুলতানা ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অটোরিকশাচালক বানু মিয়া।

Manual7 Ad Code

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজন মৃত ছিলেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

Manual6 Ad Code

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহামুদ জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মারা গেছেন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।