২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

হংকংয়ের বিপক্ষে জয় ছাড়া বাংলাদেশের আর কোনও বিকল্প নেই: অধিনায়ক জামাল ভূঁইয়া

admin
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ২২:৩৭:৪৮
হংকংয়ের বিপক্ষে জয় ছাড়া বাংলাদেশের আর কোনও বিকল্প নেই: অধিনায়ক জামাল ভূঁইয়া

Manual1 Ad Code

জাতীয় স্টেডিয়ামে আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে। ২২ হাজার দর্শককে হতাশ করতে চান না বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বাঁচা-মরার লড়াইয়ে সেদিন জয়ের বিকল্প নেই তাঁর সামনে।

Manual8 Ad Code

এশিয়ান কাপ বাছাই ‘সি’ গ্রুপে বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। অক্টোবর মাসে দুটি ম্যাচই রয়েছে গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হংকংয়ের বিপক্ষে। প্রথম ম্যাচটি ঘরের মাঠে হলেও দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে হংকংয়ে ১৪ অক্টোবর।

জাতীয় দলের ক্যাম্প আজ থেকে শুরু হয়েছে। টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামাল বলেন, “সবাই সুস্থ আছে, তৈরি আছে আমি মনে করি। পরের ম্যাচটি বাঁচা-মরার। সত্যি বলতে, যদি হেরে যাই, তবে কোয়ালিফাই করার আর সুযোগ থাকবে না।”

Manual6 Ad Code

তিনি আরও যোগ করেন, “দর্শকদের খালি হাতে ফেরাতে চাই না। টাকার বিপরীতে দর্শকেরা তো কিছু পেতে এসেছে। আর সেটা হলো ৩ পয়েন্ট। হংকংয়ের বিপরীতে সেটা আমরা পেতে চাই।”

Manual8 Ad Code

ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের দেখানো পথ অনুসরণ করছে মোহামেডান স্পোর্টিং ক্লাবও। লিগ চ্যাম্পিয়নদের শুরুটা ভালো হয়নি। চ্যালেঞ্জ কাপে বসুন্ধরার কাছে হারের পর লিগেও ফর্টিসের কাছে হার হয়েছে। জাতীয় দলে ডাক পাওয়া ছয় ফুটবলারকে আপাতত ছাড়ছে না তারা।

গতকাল টিম হোটেলে রিপোর্ট করেছেন ২০ ফুটবলার। ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম আজ ঢাকায় যোগ দেবেন। হামজা চৌধুরী ৬ অক্টোবর, শমিত শোম ৭ অক্টোবর দলে যোগ দেবেন।

প্রথমদিকে খেলোয়াড়দের অনুপস্থিতি নিয়ে কোচ হাভিয়ের কাবরেরা বলেন, “একটা প্রভাব তো থাকবেই। সত্যি বলতে, আমরা আশা করিনি যে মোহামেডানের খেলোয়াড়েরা থাকবে না। তবে সেপ্টেম্বরেও এমনটা ঘটেছিল। তখনও আমরা সামলেছি। আশা করি শিগগিরই সবকিছু সমাধান হবে।”

২৯ সদস্যের দলে নতুন মুখ জায়ান আহমেদ। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে আলো ছড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই লেফট ব্যাক। কাবরেরার ভাষ্য, “সে এমন একটি পজিশনে খেলে, যেখানে আমরা বিশ্বাস করি সে আমাদের বাড়তি কিছু দিতে পারবে। পেশাদার ফুটবলে অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে, কিন্তু জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেই আমরা আরও বেশি আশা রাখতে পারি।”

Manual1 Ad Code