হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশিরা

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশিরা

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৪ হাজার ৮৬ জন বাংলাদেশি। ১৭৩টি ফ্লাইটের মাধ্যমে তারা দেশে ফেরেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ৭৯ জন হাজি।

বিমান ব্যবস্থাপনা অনুযায়ী ফ্লাইট সংখ্যা ও হাজি প্রত্যাবর্তন:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ২৯,২৬৩ জন

সৌদি এয়ারলাইন্স: ২৬,০৪৭ জন

ফ্লাইনাস এয়ারলাইন্স: ৮,৭৭৬ জন

 

 

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি ইহলোক ত্যাগ করেছেন। এদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী।
মৃত্যুবরণকারীদের অবস্থান অনুযায়ী সংখ্যা:

মক্কা: ২৬ জন

মদিনা: ১২ জন

জেদ্দা: ৩ জন

আরাফা: ১ জন

চলতি বছর হজে অংশ নিতে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন মুসল্লি সৌদি আরব গিয়েছিলেন।

প্রথম হজ ফ্লাইট: ২৯ এপ্রিল

সর্বশেষ হজ ফ্লাইট: ১ জুন

মোট হজ ফ্লাইট পরিচালিত হয়: ২২০টি

ফিরতি ফ্লাইট শুরু: ১০ জুন, যাত্রা করেন প্রথমে ৩৬৯ জন হাজি

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ফিরেছেন ৬৪ হাজারেরও বেশি হাজি। বাকি হাজিরা পর্যায়ক্রমে দেশে ফিরবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ