২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান কারাগারে

admin
প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ ২২:২৮:৫৫
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রহমান কারাগারে

Manual3 Ad Code

রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

Manual4 Ad Code

বিকেলে ফয়জুর রহমানকে আদালতে হাজির করে নিউমার্কেট থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মারুফ হাসান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নুরুজ্জামান।

Manual5 Ad Code

এর আগে রোববার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে ফয়জুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই নিউমার্কেট থানাধীন সায়েন্স ল্যাব মোড়ে ছাত্র-জনতার এক মিছিলে গুলি চালানো হয়। এতে সজীব উদ্দিন, তাঁর বন্ধু মেহেদীসহ অন্তত ১২ জন আহত হন। তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেন।

এ ঘটনায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সজীব উদ্দিন বাদী হয়ে ৪৭ জনকে আসামি করে নিউমার্কেট থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Manual4 Ad Code