১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হত্যা মামলার আসামি সাবেক ওসি থানা থেকে পলায়ন, বর্তমান ওসি প্রত্যাহার

admin
প্রকাশিত ১০ জানুয়ারি, শুক্রবার, ২০২৫ ২০:২৮:০৫
হত্যা মামলার আসামি সাবেক ওসি থানা থেকে পলায়ন, বর্তমান ওসি প্রত্যাহার

বর্তমান ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে

Manual4 Ad Code

রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে হত্যা মামলার আসামি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

 

শুক্রবার (১০ জানুয়ারি) ডিএমপি-এর কমিশনার শেখ মো: সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

 

Manual6 Ad Code

শেখ মো: সাজ্জাত আলী বলেন, ‘সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় দু’ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটিতে রয়েছে এসি উত্তরা এবং উত্তরা পশ্চিম থানার ওসি।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

এছাড়া সাবেক ওসি শাহ আলম পালানোর ঘটনায় ডিএমপির পক্ষ থেকে রেড এলার্ট জারি করা হয়। পালানোর অভিযোগে শাহ আলমের নামে মামলাও করেছে পুলিশ।

 

Manual1 Ad Code

এর আগে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হত্যা মামলায় গ্রেফতার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যান।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম।

 

১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগ দেন তিনি। ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি কুষ্টিয়ার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।