সিলেট ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৫
সিলেটে হ ত্যা মা ম লা র প্রধান আসামি ‘কালা মনির’ গ্রে প্তা র। সিলেট শহরের কিন ব্রিজ এলাকায় ডালিম মিয়া নামের এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কতলাপুর দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, নিহত ডালিম মিয়ার সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় ছিল। তারা সবাই একটি চুরি ও ছিনতাই চক্রের সদস্য। ডালিমকে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং পুলিশে জানিয়ে দেওয়ার হুমকি দেন। এরপর ৭ আগস্ট রাতে কিন ব্রিজ এলাকায় তাকে অতর্কিতভাবে আক্রমণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া কালা মনির তার বাম পায়ে ছুরিকাঘাত করে, এবং বাকিরা ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে জখম করে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD