হত্যা মামলায় সাবেক মন্ত্রী ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

হত্যা মামলায় সাবেক মন্ত্রী ৩ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জে হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁতশ্রমিক ইয়াহিয়া আলী হত্যা মামলায় আজ বুধবার এনায়েতপুর আমলি আদালতের বিচারক বুলবুল আহম্মেদ এই আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কর্নেল বলেন, এনায়েতপুরে ইয়াহিয়া আলী হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিচারক তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট এনায়েতপুর কেজির মোড়ে তাঁতশ্রমিক ইয়াহিয়া আলী নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলসহ আওয়ামী লীগের ৭৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ৫০০-৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ