১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হনুমান জয়ন্তীতে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ

admin
প্রকাশিত ১২ এপ্রিল, শনিবার, ২০২৫ ২৩:২০:৩৫
হনুমান জয়ন্তীতে মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ

Manual3 Ad Code

মুসলমানদের স্বাভাবিক ধর্মীয় কার্যক্রমে বাঁধা সৃষ্টি করা রীতিমতো নিয়মে পরিনত করেছে ভারত। এবার হনুমান জয়ন্তী যাত্রার দিন নামাজের সময় সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য মসজিদ ব্যবস্থাপনাকে নোটিশ জারি করে প্রশাসন।

তবে এ বিতর্ক নতুন মোড় নিয়েছে। পুলিশ দাবি করেছে, নোটিশের বিষয়বস্তু ‘ভুলভাবে’ লেখা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে সিয়াসাত ডেইলি জানিয়েছে, হায়দ্রাবাদ ইনস্টিটিউট অব এক্সিলেন্স গান্ধীনগর পুলিশ সেকেন্দ্রাবাদের ম্যারিয়ট হোটেল লেনের একটি মসজিদের ব্যবস্থাপনাকে একটি নোটিশ জারি করেছে।

গান্ধীনগর থানার এসএইচও স্বাক্ষরিত নোটিশে আগামী শনিবার (১২ এপ্রিল) মসজিদের সামনে থেকে হনুমান জয়ন্তী যাত্রাকালীন সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য ব্যবস্থাপনাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

আর এই নির্দেশনা মেনে না চললে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

Manual2 Ad Code

 

নোটিশের কপিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করার পর ভাইরাল হয়ে যায় এবং কয়েকজন ব্যক্তি গান্ধীনগর থানার এসএইচও ডি রাজুর সঙ্গে যোগাযোগ করেন।

 

নোটিশের বিষয়টি স্বীকার করলেও রাজু স্পষ্ট করে করেন।

Manual8 Ad Code

এসএইচও দাবি করেন, ‘এটি কমিটির কাছে পুলিশের সঙ্গে সহযোগিতার অনুরোধ ছিল। বিষয়বস্তুটি ভুল ও খারাপভাবে লেখা হয়েছিল।’

Manual8 Ad Code