সিলেট ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫
মুসলমানদের স্বাভাবিক ধর্মীয় কার্যক্রমে বাঁধা সৃষ্টি করা রীতিমতো নিয়মে পরিনত করেছে ভারত। এবার হনুমান জয়ন্তী যাত্রার দিন নামাজের সময় সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য মসজিদ ব্যবস্থাপনাকে নোটিশ জারি করে প্রশাসন।
তবে এ বিতর্ক নতুন মোড় নিয়েছে। পুলিশ দাবি করেছে, নোটিশের বিষয়বস্তু ‘ভুলভাবে’ লেখা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে সিয়াসাত ডেইলি জানিয়েছে, হায়দ্রাবাদ ইনস্টিটিউট অব এক্সিলেন্স গান্ধীনগর পুলিশ সেকেন্দ্রাবাদের ম্যারিয়ট হোটেল লেনের একটি মসজিদের ব্যবস্থাপনাকে একটি নোটিশ জারি করেছে।
গান্ধীনগর থানার এসএইচও স্বাক্ষরিত নোটিশে আগামী শনিবার (১২ এপ্রিল) মসজিদের সামনে থেকে হনুমান জয়ন্তী যাত্রাকালীন সাউন্ড সিস্টেম ব্যবহার না করার জন্য ব্যবস্থাপনাকে নির্দেশ দেওয়া হয়েছে।
আর এই নির্দেশনা মেনে না চললে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
নোটিশের কপিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করার পর ভাইরাল হয়ে যায় এবং কয়েকজন ব্যক্তি গান্ধীনগর থানার এসএইচও ডি রাজুর সঙ্গে যোগাযোগ করেন।
নোটিশের বিষয়টি স্বীকার করলেও রাজু স্পষ্ট করে করেন।
এসএইচও দাবি করেন, ‘এটি কমিটির কাছে পুলিশের সঙ্গে সহযোগিতার অনুরোধ ছিল। বিষয়বস্তুটি ভুল ও খারাপভাবে লেখা হয়েছিল।’
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD