সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
হবিগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মো. জামাল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক রোববার দিবাগত ভোররাতে চুনারুঘাট উপজেলার বটেরতলা মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত জামাল মিয়া বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। সোমবার বিকেল টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, জামাল মিয়া একজন আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। গত ৫ আগস্টের পর থেকে চক্রটি সক্রিয়ভাবে বিভিন্ন এলাকায় ডাকাতিসহ অপরাধ কর্মকা সংগঠিত করে। এরই প্রেক্ষিতে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডাকাত জামালের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD