১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে ডাকাতদলের সদস্য গ্রেফতার

admin
প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ১৮:৩০:৪৬
হবিগঞ্জে ডাকাতদলের সদস্য গ্রেফতার

Manual3 Ad Code

হবিগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মো. জামাল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক রোববার দিবাগত ভোররাতে চুনারুঘাট উপজেলার বটেরতলা মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

 

Manual3 Ad Code

 

গ্রেফতারকৃত ডাকাত জামাল মিয়া বাহুবল উপজেলার নোয়াগাও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। সোমবার বিকেল টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

 

 

Manual6 Ad Code

র‌্যাব জানায়, জামাল মিয়া একজন আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। গত ৫ আগস্টের পর থেকে চক্রটি সক্রিয়ভাবে বিভিন্ন এলাকায় ডাকাতিসহ অপরাধ কর্মকা সংগঠিত করে। এরই প্রেক্ষিতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ডাকাত জামালের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।