সিলেট ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
হবিগঞ্জের মাধবপুরে আমদানি নিষিদ্ধ ২০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সাদ্দাম হোসেন আরিফ ও এএসআই মোহাম্মাদ আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন বেজুরা গ্রামস্থ যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে’র উপরে থেকে মোটরসাইকেল ও দেহ তল্লাশি করে বিশ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও মাদক বহনে ব্যবহৃত ১১০সিসি, ঢাকা মেট্রো-হ -৬২- ৪৫২৮ চেসিং নং PS 62BF43, M6K42463, ইঞ্জিন নং FF 4 Gk1602737, মোটরসাইকেলসহ মোঃ শাহ আলম খান সুমন (৪৮), মোঃ অনেক ভূইয়া (২৯) নামে দুই মাদক কারবারিকে আটক করে।
আটককৃতদের দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের ভিতরে উরুতে কস্টিং টেপ দ্বারা মোড়ানো ০৪ বোতল ভারতীয় ফেনসিডিল এবং মোটরসাইকেলে’র সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো আরো ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- নরসিংদী জেলা বেলাবো থানাধীন লাকপুর গ্রামের মৃত আব্দুল বাছেদ খানে’র ছেলে শাহ আলম খান সুমন, আনোয়ার হোসেন ভূইয়ার ছেলে মোঃ অনিক ভুইয়া(২৯)।
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি নন্দন কান্তি ধর জানান, আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD