১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হর্ষিত রানাকে টার্গেট করা লজ্জাজনক: গৌতম গম্ভীর

admin
প্রকাশিত ১৪ অক্টোবর, মঙ্গলবার, ২০২৫ ১৬:৫২:৩৬
হর্ষিত রানাকে টার্গেট করা লজ্জাজনক: গৌতম গম্ভীর

Manual2 Ad Code

ভারতের প্রধান কোচ ভিউ কামানোর উদ্দেশ্যে ২৩ বছর বয়সী ক্রিকেটারকে আক্রমণের নিন্দা জানালেন

ক্রীড়া প্রতিবেদক:
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, ইউটিউব চ্যানেলে হর্ষিত রানাকে উদ্দেশ্য করে করা সমালোচনা ও বিদ্রুপ লজ্জাজনক। ক্রিকেটার জীবনে প্রতিপক্ষের সঙ্গে হুটহাট লেগে যাওয়া স্বাভাবিক হলেও তরুণ ক্রিকেটারদের ওপর আঘাত তিনি মানতে পারেন না।

ভারতের দুই সাবেক ক্রিকেটার কৃশ শ্রীকান্তরবিচন্দ্রন অশ্বিন সম্প্রতি হর্ষিত রানা নিয়ে মন্তব্য করেছিলেন। শ্রীকান্ত বলেছিলেন,

“হর্ষিত রানাকে ওয়ানডে সিরিজে নেওয়া হয়েছে কারণ সে গম্ভীরের প্রিয়।”

অশ্বিন মন্তব্য করেছিলেন,

“তাকে (রানা) কেন সব সংস্করণের দলেই নেওয়া হয়েছে, পুরোপুরি নিশ্চিত না।”

এই বক্তব্যের কড়া প্রতিবাদ আজ গম্ভীর জানিয়েছেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন,

Manual8 Ad Code

“এটা খুবই লজ্জার বিষয়। কেউ ভিউ কামানোর জন্য ২৩ বছর বয়সী কাউকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন। যদি আমাকে উদ্দেশ্যে করে কিছু বলেন, সেটা সামলাতে পারব। কিন্তু ২৩ বছর বয়সী ক্রিকেটারকে ইউটিউবে বিদ্রুপ করা লজ্জাজনক।”

🔸 হর্ষিত রানার কেরিয়ার

আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে ‘এ’ দলের ম্যাচে নিয়মিত মুখ হলেও, হর্ষিত রানা এখনও ভারতের জার্সিতে কম ম্যাচ খেলেছেন।

  • ১৪টি প্রথম শ্রেণির ম্যাচ

  • ২১টি লিস্ট ‘এ’ ম্যাচ

    Manual7 Ad Code

  • ৪১টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ

  • ২০২৪ সাল থেকে: ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি ও ৫ ওয়ানডে

গম্ভীর জানিয়েছেন, রানা নিজের যোগ্যতায় আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন, কারও সুপারিশে নয়।

🔸 সামাজিক মাধ্যমে সমালোচকদের বার্তা

গম্ভীর আরও বলেন,

“তার (রানা) বাবা নির্বাচক নন। সে নিজের মেধা ও পরিশ্রমে ক্রিকেট খেলছে। এ ধরনের তরুণ ক্রিকেটারদের লক্ষ্যবস্তু বানাবেন না। পারফরম্যান্স নিয়ে কথা বলা যাবে, কিন্তু ২৩ বছর বয়সীকে সামাজিক মাধ্যমে আক্রমণ করা মানসিকতার পরিচয় দেয়।”

Manual4 Ad Code

🔸 ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারত

দিল্লি টেস্ট শেষে ভারত ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় অর্জন করেছে।

Manual8 Ad Code

  • প্রথম টেস্টে ভারত ১৪০ রানে জয় পায়

  • দ্বিতীয় টেস্টে পঞ্চম দিনে শেষ হয়, ভারতের লক্ষ্য ১২১ রান তাড়া করে ৭ উইকেটে জয়