১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হল ছাড়ার নির্দেশনা অমান্য করে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধে বাকৃবি শিক্ষার্থীরা

admin
প্রকাশিত ০২ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১২:৪৫:২৬
হল ছাড়ার নির্দেশনা অমান্য করে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধে বাকৃবি শিক্ষার্থীরা

Manual3 Ad Code

ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে রেললাইন অবরোধ করেন তাঁরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীরা জানান, পশুপালন অনুষদের ডিগ্রি একীভূত করে কম্বাইন্ড ডিগ্রি প্রদানের দাবিতে দেওয়া ছয় দফা আলটিমেটামের কোনো সাড়া প্রশাসন দেয়নি। ফলে তাঁরা বাধ্য হয়ে রেলপথে নেমেছেন।

Manual4 Ad Code

তৃতীয় বর্ষের শিক্ষার্থী এ এইচ এম হিমেল বলেন, “গতকাল আমরা ছয় দফা দাবি দিয়েছিলাম। এখনো কোনো সাড়া মেলেনি। প্রশাসন এসে আশ্বস্ত করলেই আমরা অবরোধ তুলে নেব।”
অন্য এক শিক্ষার্থী ফৌজিয়া নাজনীন বলেন, “দাবি আদায়ে আন্দোলন করতে হয়, এটা বাংলাদেশের কালচার। কিন্তু আন্দোলনে বহিরাগতদের হামলা করানো কতটা যৌক্তিক? দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই।”

Manual5 Ad Code

উপাচার্যের বক্তব্য

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম ফজলুল হক ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের দাবিদাওয়া নিয়ে এককভাবে আমার কিছু করার নেই। অ্যাকাডেমিক কাউন্সিলে সুন্দর সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা তা মানেনি। এখন বিষয়টি জেলা প্রশাসকের হাতে।”

পটভূমি

গত রোববার ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রি একীভূতকরণের দাবিতে শিক্ষার্থীরা ২৫১ জন শিক্ষক-কর্মকর্তাকে দিনভর অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনার পর বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এর জেরে সেদিন রাতেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ এবং ছাত্র-ছাত্রীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু শিক্ষার্থীরা নির্দেশনা অমান্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Manual8 Ad Code