নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ | ১৬ জানুয়ারি, ২০২৬
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী রিয়াজ সারোয়ার মোল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
ঘটনার প্রেক্ষাপট: রিয়াজ সারোয়ার মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় নথিপত্র সময়মতো জমা দিতে না পারায় জেলা রিটার্নিং কর্মকর্তা প্রাথমিকভাবে তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। প্রার্থিতা ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট পিটিশন (নম্বর: ৪২৫/২০২৬) দায়ের করেন। আদালত তাঁর পক্ষে আদেশ দিলে জেলা রিটার্নিং কর্মকর্তা পুনরায় বাছাই কার্যক্রমের মাধ্যমে তাঁর মনোনয়নপত্রটি বৈধ বলে গ্রহণ করেন।
বাছাই কার্যক্রম: আজ সকালে অনুষ্ঠিত এই বিশেষ বাছাই কার্যক্রমে জেলা প্রশাসক ছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রার্থী ও তাঁর সমর্থক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে রিয়াজ সারোয়ার মোল্লার নির্বাচনী লড়াইয়ে নামার সব আইনি বাধা দূর হলো।
প্রতিক্রিয়া: প্রার্থিতা ফিরে পেয়ে রিয়াজ মোল্লা সন্তোষ প্রকাশ করেছেন এবং নির্বাচনের মূল লড়াইয়ে নামার প্রস্তুতি গ্রহণ করছেন। গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর অন্তর্ভুক্তিতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।