হাওরাঞ্চল সীমান্ত জনপদের শিক্ষার মান উন্নয়নে বিয়াম ল্যাবরেটরী স্কুলের যাত্রা শুরু

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

হাওরাঞ্চল সীমান্ত জনপদের শিক্ষার মান উন্নয়নে বিয়াম ল্যাবরেটরী স্কুলের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক ;
হাওরাঞ্চল সীমান্ত জনপদের শিক্ষার মান উন্নয়নে সুনামগঞ্জের তাহিরপুর বিয়াম ল্যাবরেটরী স্কুলের যাত্রা শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম জানান, তাহিরপুর উপজেলা সদরে গত বৃহস্পতিবার স্কুলটিতে প্রথম বারের মত ভর্তি হওয়া ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেয়ার মাধ্যমে স্কুলটির আনুষ্টানিকভাবে শুভ উদ্ভোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

 

উদ্ভোধনকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ছাব্বির আহমেদ আকুঞ্জি, জেলা পরিষদের সিও আয়েশা আক্তার, শিক্ষানুরাগী, সুধী মহলের মানুষজন, বিভিন্ন জনপ্রতিনিধিগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ নিউজ