
রাজধানীর হাজারীবাগে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে অর্কিত রাজবংশী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ২টার দিকে হাজারীবাগের ভাগলপুর লেনে শিশুটির ফুফুর বাসায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজনেরা জানান, দুপুরে অর্কিত তার মায়ের পাঠানো মাছ নিয়ে ফুফুর বাসায় গিয়েছিল। কিছুক্ষণ পর খবর আসে, সে ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেছে। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।