সৌদি প্রো লিগে আল নাসরের জয়ে ৯৫০তম গোল পর্তুগিজ তারকার
স্পোর্টস ডেস্ক:
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর হাল না ছাড়ার প্রতীক ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স যখন ৪০ ছুঁইছুঁই, তখনও মাঠে তাঁর লড়াই, নিষ্ঠা আর পারফরম্যান্স বিশ্ব ফুটবলে অনন্য নজির।
বুটজোড়া তুলে রাখার বয়সেও তিনি এখনো দলের ভরসা, গোলের কারিগর। এবার আরও এক ধাপ এগিয়ে গেলেন হাজার গোলের স্বপ্নপথে।
শনিবার রাতে সৌদি প্রো লিগে আল হাজমকে ২–০ গোলে হারিয়েছে আল নাসর। দলের জয়ের দিনে একটি গোল করেছেন রোনালদো। সেটিই তাঁর পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৯৫০তম গোল।
অর্থাৎ, আর মাত্র ৫০ গোল করলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছোঁবেন ‘সিআরসেভেন’।
🎯 জয়ের দিনে রোনালদোর ছোঁয়া
কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েছে রিয়াদের ক্লাব আল নাসর। প্রতিপক্ষের মাঠে ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে আল হাজমের পোস্টে সাতটি শট নেয় তারা। তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় জয়ের ব্যবধান বড় হয়নি।
২৫ মিনিটে আয়মান ইয়াহিয়ার দারুণ ক্রস থেকে জোয়াও ফেলিক্স হেডে গোল করে লিড এনে দেন আল নাসরকে।
নির্ধারিত সময়ের দুই মিনিট আগে সতীর্থ ওয়েসলি গাসোভার পাস থেকে বাঁ পায়ের টোকায় গোল করেন রোনালদো, নিশ্চিত করেন দলের জয়।
🏆 টানা ছয় ম্যাচে ছয় জয়
এই জয়ের ফলে নতুন মৌসুমে প্রথম ছয় ম্যাচেই টানা জয় তুলে নিল আল নাসর।
১৮ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে আল তাইউন (১৫ পয়েন্ট) ও তৃতীয় স্থানে আল হিলাল (১৪ পয়েন্ট)।
মাত্র ৫ পয়েন্ট পাওয়া আল হাজম ১৪তম স্থানে আছে।