গতকালই দেশে এসেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। আজই যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে। তাঁকে দলে পেয়ে আরও উজ্জীবিত হয়ে উঠেছে বাংলাদেশ ফুটবল দল। বেড়েছে ভারতের বিপক্ষে জয়ের তাড়নাও।
দেশে আসার পর থেকেই হামজাকে পড়তে হচ্ছে ব্যাপক ব্যস্ততার মধ্যে। শুভেচ্ছাদূত হিসেবে পেতে বড় বড় প্রতিষ্ঠানগুলো তাঁর পিছু ছুটছে। আজ সকালে এক টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তিও সম্পন্ন করেন তিনি। তাঁর এমন জনপ্রিয়তা নজর কেড়েছে সতীর্থ ফুটবলারদেরও।
কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের রাকিব হোসেন বলেন,
“আসলে এখন পর্যন্ত ওরকম বাড়াবাড়ি হয়নি। আজকেই তাঁর সঙ্গে অনুশীলন হবে। হামজা ভাই থাকলে এমনিতেই আমাদের দল উজ্জীবিত হয়। তিনি আসায় দল আরও অনুপ্রাণিত হয়েছে।”
রাকিব আরও বলেন,
“হামজা ভাই অনেক পেশাদার ফুটবলার। তাঁর এই ব্যস্ততা আমাদের কাছে ভালোই লাগে। কারণ তিনি আসার পর থেকেই ফুটবলের নানা কর্মকাণ্ডে ব্যস্ত, যা আমাদের জন্য ইতিবাচক।”
আগামী ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল।
ঘরের মাঠে আগের দুটি ম্যাচে হংকং ও সিঙ্গাপুরের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার সেই হতাশা কাটাতে চান ফরোয়ার্ড রাকিব হোসেন। তিনি বলেন,
“আমরা হোম ম্যাচে এখন ভালো খেলছি, গোলও পাচ্ছি। সামনের দুটি ম্যাচের মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটাই বছরের শেষ ম্যাচ। চেষ্টা করব যেন দেশবাসীকে একটা ভালো জয় উপহার দিতে পারি।”
