১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হামজার জোড়া গোলেও জয় পেল না বাংলাদেশ

admin
প্রকাশিত ১৩ নভেম্বর, বৃহস্পতিবার, ২০২৫ ২২:৩০:১৩
হামজার জোড়া গোলেও জয় পেল না বাংলাদেশ

Manual3 Ad Code

নেপালের সঙ্গে ২–২ গোলে ড্র জাতীয় দলের প্রীতি ম্যাচ

প্রথমার্ধে বিবর্ণ বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ফিরে পায় রঙ, তবুও জয় অধরা। হামজা চৌধুরীর জোড়া গোলেও শেষ পর্যন্ত নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার রাতে ঢাকার বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রীতি ম্যাচটি।

হামজার নায়কোচিত প্রত্যাবর্তন

বিরতির পর বদলি হিসেবে নামেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরী। মাঠে নামতেই বদলে দেন ম্যাচের চিত্র। ৪৬ মিনিটে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে সমতা ফেরান তিনি। তিন মিনিট পর পেনাল্টি থেকে পানেনকা শটে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন। জাতীয় দলের জার্সিতে এটি হামজার চতুর্থ গোল।

Manual3 Ad Code

প্রথমার্ধে এগিয়ে নেপাল

প্রথমার্ধে ২৯ মিনিটে সুমিত শ্রেষ্ঠার কাটব্যাক থেকে রোহিত চাঁদের গোলে এগিয়ে যায় নেপাল। বাংলাদেশ একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি ফয়সাল ফাহিম ও রাকিব হোসেনরা।

Manual8 Ad Code

শেষ মুহূর্তের হতাশা

শেষ পর্যন্ত জয় এলো না। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দীনেশের কর্নার থেকে অনন্ত তামাংয়ের ফ্লিক হেডে গোল পায় নেপাল। বল ছোঁয়ার চেষ্টা করেও ঠেকাতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা। ফলে ম্যাচ শেষ হয় ২–২ সমতায়।

Manual8 Ad Code

দলে পরিবর্তন ও আঘাতের চিন্তা

কোচ হাভিয়ের কাবরেরা আজ তিনটি পরিবর্তন আনেন। শমিত শোম, শাকিল আহাদ তপু ও শেখ মোরসালিন ছিলেন বেঞ্চে। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন শমিত শোমকিউবা মিচেল, যার এটি ছিল অভিষেক ম্যাচ।
তবে ম্যাচের শেষ দিকে হামজাজায়ান আহমেদ চোট পেয়ে মাঠ ছাড়েন, যা ভারত ম্যাচের আগে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Manual2 Ad Code