১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হামলাকারী সেই যুবদল নেতা বহিষ্কার, যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ’র কৃতজ্ঞতা

admin
প্রকাশিত ১৬ জুন, সোমবার, ২০২৫ ০২:১৮:৩৫
হামলাকারী সেই যুবদল নেতা বহিষ্কার, যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ’র কৃতজ্ঞতা

Manual6 Ad Code

হামলাকারী সেই যুবদল নেতা বহিষ্কার,
যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ’র কৃতজ্ঞতা

 

সিলেটের ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা আহবাবুল হোসেন আহবাবকে সংগঠন থেকে বহিষ্কার করায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির ও কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ। এছাড়াও ওসমানীনগর থানার ওসি ও সেনাবাহিনীর ডিউটিরত সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

রোববার (১৫ জুন) এক খুদে বার্তায় যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ জানান- গত (১৩ জুন) বৃহস্পতিবার ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে আমার বসত-বাড়িতে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আহবাবুল হোসেন আহবাবের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও গাড়ীতে অগ্নিসংযোগ করা হয়।

তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান- আমার বসত বাড়িতে এই ন্যাক্কারজনক হামলার ঘটনার পর ওসমানীনগর তথা সিলেটের কৃতি সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির সন্ত্রাসী হামলার পর থেকে খোঁজ-খবর নেন এবং তাৎক্ষণিক ভাবে দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন। যার ফলশ্রুতিতে হামলাকারী যুবদল নেতা আহবাবুল হোসেন আহবাবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি ব্যক্তিগত ভাবে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী একজন বিএনপি কর্মী উল্লেখ করে যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদ বলেন- আহবাবুলকে বহিস্কারের মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শের পতাকাবাহী দল। এই দলের নেতৃত্বে থেকে কেউ অনৈতিক কাজকর্মের সাথে জড়ালে তিনি যতবড় নেতা হোন না কেন থাকে ছাড় দেয়া হবেনা।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ১২ জুন (বৃহস্পতিবার) বিকেলে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী রুবেল আহমেদের বাড়িতে উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাবের (৪০) নেতৃত্বে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহীনির সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Manual6 Ad Code

এই ঘটনায় শুক্রবার ওসমানীনগর থানায় ২১ জনের নাম উল্লেখসহ আরো ৪০/৪৫জন অজ্ঞাত লোককে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা হয়। পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাদিমপুর গ্রামের ৪ জনকে ও ১৫১ ধারায় ১১ জনসহ মোট ১৫ জনকে আটক করে।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার বিকেলে যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পত্রে জেলা যুবদলের সদস্য এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেন আহবাবের সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা যুবদলের সদস্য ও ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের যৌথ স্বাক্ষরে গঠনতন্ত্র মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্যাপশন : সিলেটের ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের সময় ভাঙচুর করা আসবাবপত্র। ইনসেটে হামলাকারী যুবদলের বহিস্কৃত নেতা আহবাবুল।

Manual7 Ad Code