হামিদুলের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ— দুদকের সংশোধনী

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

হামিদুলের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ— দুদকের সংশোধনী

বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি মেজর জেনারেল (অব.) হামিদুল হকের ৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ। এর আগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছিল, হামিদুল হকের চারটি ব্যাংক হিসেবে ৪০ কোটি টাকা রয়েছে। পরবর্তীতে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এক সংশোধনী বার্তায় সাংবাদিকদের জানান, দুদকের টাকার হিসাবে করণিক ভুল হয়েছে। আপাতত তাঁর চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে সংবাদ প্রকাশের অনুরোধ করেন তিনি।

সর্বশেষ নিউজ