সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২৫
খেলা প্রতিবেদক | ৯ অক্টোবর ২০২৫
টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করলেও ওয়ানডে সিরিজে বাজে শুরু করেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হেরে গেছে স্বাগতিকরা।
টস জিতে ব্যাটিং নিয়ে ৪৮.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন মেহেদী হাসান মিরাজ, তাঁর সঙ্গে ৪৭ রান যোগ করেন তাওহীদ হৃদয়। দুজনের চতুর্থ উইকেটে ১০১ রানের জুটিই ছিল বাংলাদেশের একমাত্র উজ্জ্বল দিক।
মিরাজ ম্যাচ শেষে বলেন, “শেষের দিকে ভালো জুটি পাইনি। ২৬০ রানের মতো করতে পারলে ম্যাচটা অন্য রকম হতে পারত।”
আফগানিস্তান ২২২ রানের লক্ষ্য তাড়া করে ১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয়। রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহর ৭৮ রানের জুটি জয়ের ভিত্তি গড়ে দেয়। ম্যাচের সেরা হয়েছেন অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই—তিনি ৪৪ বলে ৪০ রান করার পাশাপাশি ৩ উইকেট নেন।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। একটি করে উইকেট পেয়েছেন মিরাজ ও তানভীর ইসলাম।
তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে আগামী ১১ ও ১৪ অক্টোবর।
বিষয়: খেলা | ক্রিকেট | বাংলাদেশ বনাম আফগানিস্তান | ওয়ানডে সিরিজ
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD