১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হালুয়াঘাট সীমান্তে ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

admin
প্রকাশিত ০৩ অক্টোবর, শুক্রবার, ২০২৫ ২১:৫৪:০৯
হালুয়াঘাট সীমান্তে ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

Manual5 Ad Code

ময়মনসিংহ, শুক্রবার — ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গারো পাহাড়ের সীমান্ত এলাকা থেকে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী আচকিপাড়া এলাকায় এসব ওষুধ জব্দ করা হয়।

Manual6 Ad Code

আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেন।

Manual7 Ad Code

তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে ওষুধ পাচারের গোপন সংবাদে বিজিবির টহল দল অভিযান চালায়। অভিযানের সময় চোরাকারবারিরা প্রায় ৯ হাজার ৬০০টি বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেগুলো ক্যাম্পে নিয়ে আসে। জব্দকৃত ওষুধের বাজারমূল্য প্রায় ২৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান আরও বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালপত্র ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code