সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫
ময়মনসিংহ, শুক্রবার — ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় গারো পাহাড়ের সীমান্ত এলাকা থেকে প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী আচকিপাড়া এলাকায় এসব ওষুধ জব্দ করা হয়।
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে ওষুধ পাচারের গোপন সংবাদে বিজিবির টহল দল অভিযান চালায়। অভিযানের সময় চোরাকারবারিরা প্রায় ৯ হাজার ৬০০টি বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেগুলো ক্যাম্পে নিয়ে আসে। জব্দকৃত ওষুধের বাজারমূল্য প্রায় ২৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান আরও বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালপত্র ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD