কুমিল্লা (১৮ ডিসেম্বর ২০২৫): কুমিল্লা-৪ দেবীদ্বার সংসদীয় আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ আজ বিকেলে উপজেলার বারুর গ্রামে এক গণসংযোগ সভায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেছিলেন, “আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়। এ জন্য এখন একটু কম প্রোপাগান্ডা ছড়াতে পারে। যারা চাঁদাবাজি-টেন্ডারবাজি করে তারাই আমাদের বিরুদ্ধাচরণ করে।”
ভবিষ্যত নেতৃত্ব নির্বাচন প্রসঙ্গে মন্তব্য
হাসনাত আবদুল্লাহ সভায় উপস্থিত জনতাকে বলেন, “আমরা যখন বাজার থেকে আপেল কিনি কিংবা খরচ করতে যাই, তখন নিজ হাতে তা দেখে নেই, কি নেই না বলেন? আমরা আলু কিনতে গেলেও নিজে দেখে নিজ হাতে ভালোটা কিনি। আগামী পাঁচ বছরের জন্য দেবীদ্বারের নেতৃত্বে যে আসবে, তাকে কারও কথায় নয়, আপনাদের বিবেক দিয়ে চিন্তা করে যিনি ভালো হবে, তাকেই নির্বাচিত করবেন।”
হুমকি ও নিরাপত্তা প্রসঙ্গে:
তিনি আরও বলেন, “আমাকে অনেকে হুমকি-ধমকি দিচ্ছে না যে মেরে ফেলবে, আমাকে দেবীদ্বারে আসতেও বারণ করা হয়েছিল। তবে আমি মনে করি, দেবীদ্বার আমার কাছে সবচেয়ে নিরাপদ, আমাকে বাঁচানোর জন্য দেবীদ্বারের নারীরাই যথেষ্ট। তারপর অন্যান্য লোকজন ও আমার বিরোধী রাজনৈতিক দল বিএনপি-জামায়াতের নেতারাও আমাকে বাঁচাতে এগিয়ে আসবেন বলে আমি মনে করি।”
নির্বাচনী গণসংযোগ ও উঠানবৈঠক:
এদিন, দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও উঠানবৈঠকেও উপস্থিত ছিলেন এনসিপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।