২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের সভাপতি নির্বাচিত হলেন মাজু

admin
প্রকাশিত ২৫ মার্চ, মঙ্গলবার, ২০২৫ ২২:৩০:১৮
হাসিমপুর আহমদিয়া  দাখিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের  সভাপতি নির্বাচিত হলেন মাজু

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের মৌলভীবাজার জেলার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা। যা ১৯৮২ সালের ১৫ জানুয়ারি স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকায় দ্বীনি শিক্ষার প্রসার লাভে প্রতিষ্ঠানটি শুরু করেন। ১৯৮২ সালে স্থাপিত হয় হাসিমপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির অবস্থান কুলাউড়ার কাদিপুর ইউপির হাসিমপুর গ্রামে। শুরুতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ইবতেদায়ী ক্লাস শুরু হলেও ১৯৯৬ সালে দাখিল নবম শ্রেণী পর্যন্ত পাঠদানের স্বীকৃতি লাভ করে। কিন্তু মাদ্রাসাটি এমপি ভুক্ত হয় চার দলীয় জোট সরকারের আমলে ২০০১ সালে।

Manual4 Ad Code

 

 

Manual5 Ad Code

মাদ্রাসা কমিটির সভাপতি কুলাঊড়া ঊপজেলার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফি আহমদ সলমান সভাপতি ছিলেন ৫ আগস্ট কাণ্ডে পলাতক থাকায় বর্তমান সময়ে মাদ্রাসার সার্বিক উন্নয়নের স্বার্থে কাদিপুর ইঊপির সম্ভ্রান্ত পরিবারের সন্তান আব্দুল কাইয়ুম মাজু কে মাদ্রাসার গভর্ণিং বোর্ডের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। চলতি বছরের ২৪ মার্চ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক গেজেট এর মাধ্যমে পত্র জারি করে মাজু কে সভাপতি হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়।

 

 

Manual1 Ad Code

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম মাজু জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। তার বাড়ি কাদিপুর ইউনিয়নে হলেও শহরে বাসা থাকার সুবাদে কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে বিগত সময়ে।
মাজু কাদিপুর ইঊনিয়ন পরিষদের সাবেক ইঊপি সদস্য প্রয়াত আব্দুল খালিক পাখি মিয়ার পুত্র।

Manual8 Ad Code

 

 

মাজু তার ওপর অর্পিত দায়িত্ব আঞ্জাম দিতে সকলের সহযোগিতা চেয়েছেন। মাজু অল্প বয়সী হলেও সকলের সহযোগিতা নিয়ে মাদ্রাসার উন্নয়ন কাজে মনোনিবেশ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।