হিজাব বিতর্কে বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সময় বেঁধে দেওয়া

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫

হিজাব বিতর্কে বরখাস্ত শিক্ষিকাকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সময় বেঁধে দেওয়া

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হিজাব পরতে নিষেধ করার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষিকা ফজিলাতুন নাহারকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তাঁরা কর্তৃপক্ষকে তদন্ত শেষ করার জন্য সময় দিলেও স্পষ্ট করেছেন, দাবি না মানা হলে তারা আন্দোলনে নামবেন।

আজ রোববার সকালে বেইলি রোড শাখার সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। তবে অধ্যক্ষের অনুরোধে তারা কর্মসূচি স্থগিত করেন। একইভাবে বসুন্ধরা শাখার শিক্ষার্থীরাও ক্লাস বর্জন কর্মসূচি বাতিল করে ক্লাসে ফেরেন।

প্রতিষ্ঠানের সাবেক ছাত্রী আননিসা করিম বলেন, “অধ্যক্ষ মহোদয় আমাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সময় দেওয়ার অনুরোধ করেছেন। আমরা তাঁর অনুরোধে আজ মানববন্ধন করিনি।”

গত ২৬ আগস্ট ‘হিজাব পরতে নিষেধ’ করার অভিযোগে ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে অভিযুক্ত শিক্ষিকা অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এদিকে ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, “অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত চলছে। সত্য উদঘাটন হলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

তবে এ ঘটনায় আইনি জটিলতার ইঙ্গিত দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, “অ্যাডহক কমিটির শিক্ষক নিয়োগ বা বরখাস্তের এখতিয়ার নেই। এ প্রক্রিয়া অবৈধ।”

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ