১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

১৬ লাখ টাকার চোরাই জিরা জব্দ

admin
প্রকাশিত ০৫ জুলাই, শনিবার, ২০২৫ ১৬:০৩:০৯
১৬ লাখ টাকার চোরাই জিরা জব্দ

Manual3 Ad Code

সিলেটে জব্দ ১৬ লাখ টাকার চোরাই জিরা। সিলেটের শাহপরাণ (রহঃ) থানা এলাকায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ।

 

 

 

গত শুক্রবার সকালে শাহপরাণ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জামান ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স সিলেট-তামাবিল মহাসড়কের প্রজাপতি গেইট এলাকায় একটি পিকআপ ভ্যান থামার নির্দেশ দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

 

 

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

পরে গাড়িটি তল্লাশি করে ৫৪ বস্তায় মোট ১,৬২০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ ২০ হাজার টাকা। একই সঙ্গে জব্দ করা হয় জিরাবাহী একটি টাটা ডিআই পিকআপ (রেজি নং- ঢাকা মেট্রো ন-২০-৮৯১৩), যার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

Manual7 Ad Code

 

 

 

Manual5 Ad Code

ঘটনার পর পলাতক চালকসহ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।