১ হাজার ৬৬২ জনকে গ্রে প্তা র

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫

১ হাজার ৬৬২ জনকে গ্রে প্তা র

ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

সেখানে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৫৮ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের জারি করা ওয়ারেন্ট ছিল। বাকি ৬০৪ জনকে অন্যান্য অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

পুলিশ জানায়, এটি নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সবশেষ ২৪ ঘণ্টার অভিযানে একটি অবৈধ ওয়ান শুটারগান (এলজি), দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ