সিলেট ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫
বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ আবারো আলোচনায় এসেছেন বহুল আলোচিত ২০০ কোটি রুপির প্রতারণা মামলার কারণে। এই মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জ্যাকুলিনকেও তদন্তের আওতায় আনা হয়েছে।
সম্প্রতি, দিল্লি হাইকোর্টে নিজেকে মামলার দায় থেকে মুক্ত করতে জামিনের আবেদন করেছিলেন জ্যাকুলিন। বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চে শুনানি শেষে ৩ জুলাই আদালত সেই আবেদন খারিজ করে দেয়।
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্র জানায়, জ্যাকুলিন অভিযুক্ত সুকেশের কাছ থেকে ৫ কোটি ৭১ লাখ রুপির মূল্যমানের উপহার গ্রহণ করেছিলেন। এর পাশাপাশি, তার ভাই ও বোনের নামে থাকা বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় দুই লাখ মার্কিন ডলার ও কিছু অস্ট্রেলীয় ডলার পাঠানোর জন্যও তিনি অনুরোধ করেছিলেন।
জ্যাকুলিন অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন যে, তিনি প্রতারিত হয়েছেন এবং জানতেন না সুকেশের সম্পদের উৎস অবৈধ। তবে তদন্তকারী সংস্থার মতে, তিনি জিজ্ঞাসাবাদের সময় গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করেছেন এবং তার আচরণে অর্থপাচারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এমনকি সুকেশ গ্রেপ্তারের পর তিনি নিজের মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেছেন বলেও অভিযোগ উঠেছে।
এদিকে, সুকেশের বিরুদ্ধে একাধিক রাজ্যে প্রতারণার মামলা চলমান রয়েছে, যার প্রভাব জ্যাকুলিনের বিরুদ্ধেও আইনি চাপ বাড়িয়ে চলেছে। বর্তমানে দিল্লির ট্রায়াল কোর্টে এই মামলার বিচারপ্রক্রিয়া চলছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD