
ক্রীড়া প্রতিবেদক:
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ দলের জন্য ভোলার মতো টুর্নামেন্ট ছিল। ৭ ম্যাচের মধ্যে কেবল একটি জয় পেল জ্যোতির নেতৃত্বাধীন দল। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশের মেয়েরা।
তবুও বাংলাদেশ খালি হাতে ফেরেনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে তারা পেয়েছে ৬ কোটি ৮৩ লাখ টাকা। অংশগ্রহণ ফি হিসেবে বাংলাদেশ পাচ্ছে আড়াই লাখ ডলার (প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা)। টুর্নামেন্টে এক ম্যাচ জেতায় আর ৪১ লাখ ৬১ হাজার টাকা। সপ্তম স্থানে শেষ করার জন্যও বাংলাদেশ পেয়েছে ৩ কোটি ৩৯ লাখ টাকা।
আইসিসি জানিয়েছে, এবারের বিশ্বকাপে মোট প্রাইজমানি ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার (১৬৮ কোটি ৩৫ লাখ টাকা)। চ্যাম্পিয়ন দল পাবে ৫৪ কোটি ৩৪ লাখ টাকা, রানার্সআপ ২৭ কোটি ১৭ লাখ টাকা, সেমিফাইনালিস্টরা ১৩ কোটি ৫৮ লাখ টাকা করে পাবেন।
বাংলাদেশি মেয়েরা সপ্তম স্থানে থাকলেও পাকিস্তানের সঙ্গে সমান ৩ পয়েন্ট, নেট রানরেটে এগিয়ে থাকার কারণে বাংলাদেশ সপ্তম। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে থাকা শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড পাবে ৮ কোটি ৪৯ লাখ টাকা করে।
টুর্নামেন্টে লিগ পর্বে অস্ট্রেলিয়া শীর্ষে (১৩ পয়েন্ট) শেষ করেছে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত যথাক্রমে ১১, ১০ ও ৭ পয়েন্ট পেয়েছে।
সেমিফাইনাল শুরু হবে গুয়াহাটিতে—প্রথম ম্যাচে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (বাংলাদেশ সময় বেলা ৩:৩০), দ্বিতীয় ম্যাচে ভারত বনাম অস্ট্রেলিয়া বৃহস্পতিবার।