১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি সংবর্ধনা

admin
প্রকাশিত ১৭ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ২০:২৯:০৭
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি সংবর্ধনা

Manual2 Ad Code

বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল শিক্ষার্থীদের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

 

 

 

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী।

Manual3 Ad Code

প্রধান অতিথি কয়েস লোদী বলেন,লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জন বা ভালো একটি চাকরির জন্য নয়, বরং এর মাধ্যমে মানুষের মধ্যে মানবিক গুণাবলী বিকশিত হওয়া, সামাজিক দায়িত্ববোধ তৈরি হওয়া এবং একজন দায়িত্বশীল ও সমাজের জন্য মঙ্গলকর মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই শিক্ষার মূল লক্ষ্য।

 

 

 

Manual4 Ad Code

 

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি সংবর্ধনা প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষাকা জনাবা রওশন আরা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান আক্তার লাকী ,শিক্ষক মণ্ডলীর সদস্য নাসরিন আক্তার নাঈম ইসলাম ,জলিল আহমেদ, হোসাইন আহমদ চৌধুরী ,অর্ণব দেব,ফাতেহা জামাল ঊষা,আনিছা আক্তার, রুপিয়া আক্তার ,নাহিদা নার্গিস নিনো,রিমা আক্তার ,আরমান আহমেদ ,সাব্বির আহমেদ, বিরাট দাশ তালুকদার প্রমূখ।