২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৫

২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের নতুন সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়া এই ছবির মুক্তির তারিখ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে নিশ্চিত করেছেন নির্মাতা মানিক। তিনি বলেন, “২৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির জন্য প্রযোজক সমিতির অনুমোদন নেওয়া হয়েছে। হল মালিকদের সঙ্গে কথা হয়েছে, আগামী সপ্তাহ থেকে বুকিং শুরু হবে।”

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। তবে মুক্তির তারিখ ঘোষণার পরও তাঁদের সিনেমার প্রচারে দেখা যায়নি। এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেও তাঁরা এ নিয়ে কোনো পোস্ট দেননি।

এম এস মুভিজ প্রযোজিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমার সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। এতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, চিকন আলীসহ অনেকে।

সর্বশেষ নিউজ