১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

২ মাসের এক শিশুর গলাকেটে হ ত্যা পিতার গলায়ও ছুরি দিয়ে কাটা

admin
প্রকাশিত ২৫ জুন, বুধবার, ২০২৫ ২৩:৩৮:৫৩
২ মাসের এক শিশুর গলাকেটে হ ত্যা পিতার গলায়ও ছুরি দিয়ে কাটা

Manual6 Ad Code

নগরীর মেজরটিলা এলাকায় ২ মাসের এক শিশুর গলাকেটে হত্যা করা হয়েছে। ওই সময় তার সাথে ঘুমিয়ে থাকা পিতার গলায়ও ধারালো ছুরি দিয়ে কাটা হয়েছে।

 

 

 

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

নিহত ওই মেয়ের নাম ইনায়া রহমান। সে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে।

বুধবার (২৫ জুন) টার নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

 

 

 

 

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

স্থানীয়রা জানান, পরিবার নিয়ে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। প্রতিদিনের মতো বুধবার (২৫ জুন) দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার ২ মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা শিশুকে মৃত ঘোষণা করেন এবং তার পিতা আতিকুর রহমানকে দ্রুত ভর্তি করেন।

 

Manual5 Ad Code

 

 

 

Manual7 Ad Code

বর্তমানে আতিকুর রহমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ওপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কনস্টেবল রাজন।