১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর হিরন মাহমুদ নিপুর বিরুদ্ধে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন,,

admin
প্রকাশিত ০৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩ ১২:২৫:০৪
৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর হিরন মাহমুদ নিপুর বিরুদ্ধে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন,,

Manual1 Ad Code

৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর হিরন মাহমুদ নিপুর বিরুদ্ধে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::- অদ্য ২ অক্টোবর ২০২৩ ইং দুপুর ১২.৩০ ঘটিকায় সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের কার্যালয়ে সিলেট নগরীর ৩৬ নং ওয়ার্ডের ভুক্তভোগী অসহায় জাহানারা বেগম ও তার পরিবারের লোকজন হিরন মাহমুদ নিপুর নির্যাতন, জুলুম,অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে জাহানার বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে জুয়েল আহমদ (২৬), তারা সিলেট নগরীর উত্তর বালুচর আল ইসলাহ এলাকার বাসিন্দা।

Manual3 Ad Code

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ্য করেন বিগত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী এইচ এম জহিরুল হক হিরুর পক্ষে নির্বাচনী প্রচারনা করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপু ও তার ক্যাডার বাহিনী আমি ও আমার পরিবারের লোকজনের উপর অযতা হামলা,মামলা করে নানান ভয়ভীতি প্রদর্শন করে আসছে, তাছাড়া ২১ মে ভোট গননা শেষে বিজয় মিছিল দেওয়ার সময় আমার বাসার চালে ডিল ছোড়ে ইটপাটকেল নিক্ষেপ করে আমার বাসায় প্রবেশ করে মালামাল ভাংচুর করে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমি সংশ্লিষ্ট থানায় মামলা করতে গেলে দায়িত্ব প্রাপ্ত অফিসার আমার অভিযোগ গ্রহণ করতে অনিহা প্রকাশ করেন, আমি বাধ্য হয়ে আদালতের দারস্থ হয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিঃ ১ম আদালতে একটি মামলা দায়ের করি।

Manual8 Ad Code

মামলা করার পর থেকে আরো বেশি আক্রোশে হিরন মাহমুদ নিপু ও তার সন্ত্রাসী দল আমি ও আমার অসহায় পরিবারের লোকজনের পিছনে লেগে আছে। হিরন মাহমুদ নিপুর বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা, নিপুর ভয়ে প্রতিবাদ করার সাহস পায়না কেউ,
তার অন্যায় অপকর্ম ও তার ক্যাডার বাহিনীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলেই হামলা ও গায়বী মামলার শিকার হতে হয়।

হিরন মাহমুদ নিপুর নির্যাতন হতে রেহাই পেতে, সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট আকুল আবেদন করে বলতে চাই আমরা অসহায় ভুক্তভোগী পরিবারের লোকজনকে হিরন মাহমুদ নিপু ও তার সন্ত্রাসী বাহিনীর জুলুম নির্যাতন ও মিথ্যা মামলা হামলা থেকে বাঁচাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার আকুল আবেদন করছি।

Manual2 Ad Code