সিলেট ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫
রাজশাহীতে কোচ পছন্দ না হওয়ায় বি ক্ষো ভ, ৪০ মিনিট পর ছাড়লো জুলাই বিশেষ ট্রেন! প্রায় ৪০ মিনিট বিলম্বের পর রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকাগামী জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেন যাত্রা শুরু করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে বরাদ্দ দেয়া ট্রেনটির কোচগুলো যাত্রা উপযোগী নয় দাবি করে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা।
এক পর্যায়ে বিক্ষোভের মুখে সকাল ৮টা ১৩ মিনিটে বিশেষ ট্রেনটি এবং ৮টা ২০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে সিল্কসিটি এক্সপ্রেসের সাধারণ যাত্রীদের মধ্যে ভোগান্তির সৃষ্টি হয়।
জানা গেছে, রাজশাহী, পাবনা, ঈশ্বরদী, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ বিভিন্ন স্টেশন থেকে আসা শিক্ষার্থীদের এই দুটি ট্রেনে করে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
প্রত্যক্ষদর্শী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বরাদ্দকৃত কোচ ও ইঞ্জিন অনেক পুরনো এবং অস্বস্তিকর। একজনের বসার আসনে ৫-৬ জনকে গাদাগাদি করে বসতে হচ্ছিল। এতে স্বাভাবিকভাবে সময়মতো ঢাকায় পৌঁছানো সম্ভব নয় বুঝতে পেরে তারা প্রতিবাদে রেলপথ অবরোধ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভ আহমেদ বলেন, “যে ট্রেন দেওয়া হয়েছে সেটা একদমই লোকাল। এক সিটে ৫-৬ জন করে বসতে হচ্ছে। এই ট্রেনে সঠিক সময়ে ঢাকা যাওয়া সম্ভব নয়, তাই আমরা ব্লকেড দিয়েছিলাম।”
বিক্ষোভ চলাকালীন অংশগ্রহণকারীদের মধ্যে মতবিরোধও দেখা দেয়। এক পক্ষ শেষ পর্যন্ত রেল বিভাগের বরাদ্দকৃত ট্রেনেই যাত্রা করেন, অন্য পক্ষ অবস্থান তুলে সিল্কসিটি এক্সপ্রেসে উঠে পড়েন।
এ বিষয়ে রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। বরাদ্দ দেয়া ট্রেনগুলো যথেষ্ট মানসম্মত ছিল। এটি মূলত কিছুটা ভুল বোঝাবুঝির ফল।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD