
৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের দ্রুত গেজেট প্রকাশ ও নিয়োগসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে গেজেটপ্রত্যাশী প্রার্থীরা। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘রিপিট ক্যাডার’ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় নিয়োগ প্রক্রিয়া স্থবির হয়ে আছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ, সমালোচনা ও বিতর্কের পর পিএসসি বিধি সংশোধনের সিদ্ধান্ত নেয়। নতুন বিধিতে রিপিট ক্যাডারের পরিবর্তে মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করার সুযোগ রাখা হয়েছে। তবে প্রশাসনিক জটিলতায় চার মাস পার হলেও সংশোধন কার্যক্রমের অগ্রগতি হয়নি, ফলে সংশ্লিষ্ট নয় এমন প্রার্থীরাও নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন।
কর্মসূচিতে তিন দফা দাবি জানানো হয়:
১. অবিলম্বে ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা।
২. চার মাস পরও ফাইল প্রেরণ না করে আটকে রাখার কারণ ব্যাখ্যা করা।
৩. চলতি বছরেই ৪৪তম বিসিএসের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা।
প্রার্থীরা জানান, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ মে। এতে ১৫ হাজার ৭০৮ জন উত্তীর্ণ হন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন। মৌখিক পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৬৯০ জনকে সুপারিশ করা হয়, যদিও শূন্য পদ ছিল ১ হাজার ৭১০টি।
তাদের অভিযোগ, সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৩৭২ জন আগেই একই বা সমতুল্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন। রিপিট ক্যাডার সংক্রান্ত বিধি সংশোধনে বিলম্বের কারণে নিয়োগ প্রক্রিয়া থেমে আছে। এ অবস্থায় অনেকের বয়সসীমা শেষ হয়ে যাচ্ছে, যা তাদের মধ্যে তীব্র হতাশা সৃষ্টি করেছে।
তারা সরকারের প্রতি দ্রুত গেজেট প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।