১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি

৪৭তম বিসিএসের লিখিত সময় পেছানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ

admin
প্রকাশিত ২২ নভেম্বর, শনিবার, ২০২৫ ১৮:২৭:৩০
৪৭তম বিসিএসের লিখিত সময় পেছানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ

Manual7 Ad Code

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইন অবরোধ শুরু করেন তাঁরা। বিকেল পৌনে ৫টা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত ছিল।

Manual8 Ad Code

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন—
‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস?’,
‘বৈষম্যবিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’,
‘৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে’,
‘সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই’ ইত্যাদি।

অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আকতার বলেন, “প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে, যা অযৌক্তিক। যথেষ্ট প্রস্তুতির সুযোগ দিতে লিখিত পরীক্ষার সময় পিছানো প্রয়োজন।”

Manual3 Ad Code

আরেক আন্দোলনকারী ও রাবি শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, “এগারো শ মার্কের লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। পিএসসি নিজেই রোডম্যাপ লঙ্ঘন করেছে। লিখিত পরীক্ষার দুই মাস আগে রুটিন প্রকাশ করার কথা থাকলেও এবার এক মাস আগে তা প্রকাশ করেছে। ৪৬তম বিসিএসকে সুবিধা দিতে আমাদের প্রিলিমিনারি তিনবার পিছিয়েছে।”

Manual7 Ad Code

শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে যৌক্তিক সময়ের দাবিতে আন্দোলন করছি। সিলেবাস পূর্ণ করতে পর্যাপ্ত সময় চাই। ন্যায়সংগত প্রতিযোগিতার জন্য লিখিত পরীক্ষা পিছানো জরুরি।”

Manual5 Ad Code

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।