সিলেট ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫
সুয়েব রানা (সিলেট) দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে সদা সচেষ্ট বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিকে দৃঢ় ভিত্তি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি সম্প্রতি একাধিক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করেছে, যা সীমান্তরক্ষায় বিজিবির কঠোর অবস্থান ও পেশাদারিত্বের উজ্জ্বল প্রমাণ।
২৩ ও ২৪ জুলাই ২০২৫ তারিখে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এসব অভিযানে ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ছিল সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার, সংগ্রাম, উৎমা ও মিনাটিলা বিওপি (সীমান্ত চৌকি)। জব্দকৃত মালামালের মধ্যে ছিল ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ও ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিজিবির চৌকস সদস্যরা তাৎক্ষণিক ও সফল প্রতিক্রিয়া দেখিয়ে এই বিপুল পরিমাণ মালামাল আটক করতে সক্ষম হন।
এই সফলতা উদযাপন ও গণমাধ্যমকে অবহিত করতে আজ বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ সালে সিলেটের আখালিয়াস্থ ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে সিলেট ব্যাটালিয়নের সম্মানিত উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা সাম্প্রতিক অভিযানের সার্বিক চিত্র ও বিজিবির কৌশলগত অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে চোরাচালান দমনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সীমান্তে বিজিবির উপস্থিতি এখন চোরাচালানকারীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও জানান, রাষ্ট্রীয় অর্থনীতিকে সুরক্ষা দেওয়া, অবৈধ ব্যবসার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং শান্তিপূর্ণ সীমান্ত গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হবে। মেজর নুরুল হুদা সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা জানেন, বরাবরের মতো এবারও ৪৮ বিজিবি সীমান্তে একটি বড় ধরনের চোরাচালান জব্দ করতে সক্ষম হয়েছে। গত ৪৮ ঘণ্টায় গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পরিচালিত টাস্কফোর্স অভিযানে প্রায় ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়। এই অভিযানে সেনাবাহিনীর ২৭ বীর ইউনিটের একটি দল আমাদেরকে সহযোগিতা করেছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ আপনারা জানেন, চোরাচালান প্রতিরোধে সিলেট সেক্টর সব সময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।
গত এক মাসে সিলেট সেক্টর প্রায় ৪৬ কোটি ৭৮ লক্ষ অবৈধ চোরাচালান পন্য জব্দ করেছে। যার মধ্যে সিলেট ব্যাটালিয়ান ৩১ কোটি, সুনামগঞ্জ ব্যাটালিয়ান ১০ কোটি, জকিগঞ্জ ব্যাটালিয়ান ৫ কোটি টাকার অবৈধ চোরাচালান জব্দ করেছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ের সুসংগঠিত নেতৃত্ব, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং চৌকস সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় চোরাচালান কার্যক্রম এখন অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত এলাকাকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে বিজিবির ভূমিকা অতুলনীয়। জব্দকৃত মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির এই নিরলস পরিশ্রম ও ধারাবাহিক সাফল্য শুধু বাহিনীর নয়, বরং জাতির গর্ব। দায়িত্ববোধ, দেশপ্রেম এবং মানবিকতা-এই তিনটি স্তম্ভে দাঁড়িয়ে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অঙ্গীকার অটুট রাখবে, এমনটাই প্রত্যাশা।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD