৪ হাজার শিক্ষার্থী পেল ৪ হাজার গাছের চারা

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

৪ হাজার শিক্ষার্থী পেল ৪ হাজার গাছের চারা

গাজীপুরের শ্রীপুরে আব্দুল সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চার হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার বৈরাগীচালা উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

আব্দুস ছাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্যসচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারী, উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারীসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ