৫আগস্ট পরবর্তী সময়ে জবরদখল হওয়া জায়গা ফিরে পেলো সিলেট মেট্রোপলিটন পুলিশ উদ্বোধন হলো ট্রাফিক বক্সের

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

৫আগস্ট পরবর্তী সময়ে   জবরদখল হওয়া জায়গা ফিরে পেলো সিলেট মেট্রোপলিটন পুলিশ উদ্বোধন হলো ট্রাফিক বক্সের

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: রেজাউল করিম পিপিএম সেবা । ট্রাফিক বক্স যেখানে উদ্বোধন করা হয়েছে সে জায়গাটি ৫ আগস্ট ২০২৪ এর পূর্বে ট্রাফিক পুলিশের ছিল। ৫ আগস্ট পরবর্তী সময়ে সামান্য সময় পুলিশের অনুপস্থিতে জনৈক্য এক মহিলা অবৈধভাবে পুলিশ বক্স এর জায়গাটি দখল করে দোকান খোলে। পরবর্তী সময় পুলিশের প্রচেষ্টায় সিলেট সিটি কর্পোরেশনের সহায়তায় জবরদখল করা জায়গাটি উদ্ধার করে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করা হয়। যা আজ শুভ উদ্বোধন করা হলো।

 

 

 

 

১৭ আগস্ট বিকেল৫ টায় সিলেট মহানগরের আম্বরখানায়। সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণাধীন নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স এরআনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় পুলিশ কমিশনার বলেন, “বাংলাদেশ পুলিশকে ৫ই আগস্টের পরবর্তী সময়ে একটি ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। ট্রাফিকে যারা ডিউটি করেন, তাদেরকে ওয়াশরুম সুবিধাসহ রেস্ট ও কর্মপরিবেশ দেওয়ার জন্য মূলত আজকে আম্বরখানায় একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।ট্রাফিক পুলিশ রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।

 

 

 

এ সময় পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ, ট্রাফিক পুলিশের অফিসারগণসহ , মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্রাফিক পুলিশ বক্স এর উদ্বোধনীতে পুলিশ কমিশনার সাংবাদিকবৃন্দও সিলেট সিটি করপোরেশন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া সাইফুল ইসলাম জবরদখল মুক্ত করে জায়গাটিতে আম্বর খানায় পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে বলে নিশ্চিত করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর)জনাব দেবাশীষ দাশ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব রাখী রানী দাস সহ এসএমপি‘র অন্যান্য কর্মকর্তাগণ।

সর্বশেষ নিউজ