১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

৫০০ দৌড়বিদের অংশগ্রহণের সিলেটে ট্রেইলরান শুক্রবার

admin
প্রকাশিত ০৬ ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ ০১:০১:৫৯
৫০০ দৌড়বিদের অংশগ্রহণের সিলেটে ট্রেইলরান শুক্রবার

Manual2 Ad Code

৫০০ দৌড়বিদের অংশগ্রহণের সিলেটে ট্রেইলরান শুক্রবার

Manual4 Ad Code

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :: দেশের নানা প্রান্ত থেকে আসা ৫০০ দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে শুক্রবার সকাল সাতটায় শুরু হতে যাচ্ছে ট্রেইল রান।

Manual8 Ad Code

সিলেটের সবুজের চাদরে ঢাকা মালনীছড়া চা বাগানের আঁকাবাঁকা পথ আর টিলায় ১০ কি.মি ট্রেইল রান করবেন দৌড়বিদরা।
আর প্রথমবারের মতো সিলেট শহরে এই ট্রেইল রানের আয়োজন করছে সিলেট রানার্স কমিউনিটি।

Manual4 Ad Code

রানার্স কমিউনিটির এডমিন হাসান আহমেদ জানান,বিগত কয়েক বছর রানার্স কমিউনিটি বেশ কয়েকটি হাফ ম্যারাথন আয়োজন করে আসছে এইবার প্রথমবারের মতো আমরা ব্যাতিক্রম একটি রান আয়োজন করেছি, দৌড়বিদরা সিলেটের মালনীছড়া চা বাগানের ট্রেইলে দৌড়াবেন। আশা করি এটা অন্যরকম অনুভূতি দিবে। ১০ কি.মি দৌড় শেষে বিজয়ীদের হাতে অর্থ এবং ক্রেস্ট পুরস্কার দেয়া হবে।

সংশ্লিষ্টদের পক্ষ থেকে সকলে সহযোগিতা কামনা করা হয়েছে।

Manual3 Ad Code