সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫
বিজয় হাজরা ট্রফিতে ভিন্নরকম এক রেকর্ড গড়েছেন করুন নায়ার।
৫০ ওভারের স্বীকৃত ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন এই ভারতীয় ব্যাটার। চার ইনিংস পর গতকাল তিনি আউট হয়েছেন। এই সময়ে পাঁচ ম্যাচে চার সেঞ্চুরিতে করেছেন মোট ৫৪২ রান।
আউট না হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড এত দিন ছিল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের। ২০১০ সালে ৫২৭ রান করেছিলেন তিনি আউট না হয়ে।
গত বছরের ২৩ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিপক্ষে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন নায়ার। সেই ম্যাচে ১১২ রানের অপরাজিত ছিলেন তিনি। পরের ম্যাচ ছিল ছত্তিশগড়ের বিপক্ষে। মাত্র ৮১ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত থাকেন ৪৪ রানে।
পরের ম্যাচেই আবার বিধংসী হয়ে উঠেন নায়ার। চণ্ডীগড়ের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেন তিনি। এই ম্যাচে অপরাজিত ছিলেন ১৬৩ রান করে। তার এমন ব্যাটিংয়ে ৩১৬ রান ৪৮ ওভারের মধ্যে তাড়া করে জিতে যায় বিদর্ভ।
এরপর তামিল নাড়ুর বিপক্ষেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। এদিন ১১১ রানের ইনিংস খেলেন নায়ার। আর গতকালের ম্যাচটি ছিল উত্তর প্রদেশের বিপক্ষে, এই ম্যাচেও তার দল জিতেছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD