সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫
এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
অপহরণ করে হকারদের মারধর ও চাঁদাবাজির অভিযোগে সিলেটে বহিষ্কৃত যুবদল ক্যাডার মাধব বাহিনীর প্রধান জয়দ্বীপ চৌধুরী মাধব কে হকার আন্দোলনের তোপের মুখে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: রেজাউল করিম পিপিএম সেবাএর নির্দেশে ৭২ ঘন্টার চিরুনি অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা থেকে সুনামগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায়
আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা।
আটক মাধব সিলেট মহানগর যুবদলের বহিষ্কৃত সহ-সাংগঠনিক সম্পাদক।
মাধব গেল শেখ হাসিনা সরকারের সময়ে নির্যাতনের শিকার হলেও ৫ আগস্ট এর পর যেন সে বেপরোয়া হয়ে উঠেছে । জিন্দাবাজার জল্লার পাড় এলাকায় দোকান দখল, হকারদের প্রত্যেকটি লাইন থেকে চাঁদাবাজি। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মারধর ও অপহরণ করে নির্যাতন সহ নানা রকম অভিযোগের পাহাড় রয়েছে তার বিরুদ্ধে।
মাধব বাহিনীর প্রধান মাধব যেন এলাকায় এক মূর্তিমান আতঙ্ক।
রোববার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন শান্তিগঞ্জ থানা পুলিশের ওসি আকরাম আলী ও এসএমপির কোতোয়ালি থানা পুলিশের ওসি জিয়াউল হক
মামলার তদন্ত কর্মকর্তা সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির আই সি উপ-পুলিশ পরিদর্শক এবাদ উল্লাহ জানান, হকার্দের নির্যাতনের ঘটনায় আন্দোলন ও রাস্তা অবরোধের পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার স্যার ওসিনিয়র কর্মকর্তাদের নির্দেশে কোতোয়ালি থানার তদন্ত ওসি শামসুল হাবিব এর নেতৃত্বে শান্তিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে মাধব (৩৫) কে পাকড়াও করতে সক্ষম হই। অভিযানের চৌকস টিমে ছিলো এসআই জুনেদ ওু,এস আই তারেক।
কোতোয়ালি থানা পুলিশের ওসি জিয়াউল হাসান জানান, শান্তিগঞ্জ থানার দেবকোনা এলাকা মাধব আটক করা হয়। সে নগরীর দাড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে মো:কাজল মিয়া (৫০)িপতা মৃত আব্দুল ওয়াব, সাং সুরমা মার্কেট, তালতলা সিলেট এর দায়ের করা একটি মামলা কোতোয়ালি থানায় রুজু করা হয়েছে। যার নং ০১.১/৩/২০২৫ পুলিশ জানায়, ২৮ফেব্রুয়ারি সিলেট জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে কাজল নামের এক হকার কে অপহরণ করে সিলেটের জিন্দাবাজারের সিতারা মেনশন নিয়ে দাবিকৃত চাঁদার বাকি অংশ টাকা আদায় করতে মারধর করে। এক পর্যায়ে ১৬ হাজার ৫০০ টাকা আদায়ের পর আরো ত্রিশ হাজার টাকার জন্য করে অমানবিক নির্যাতন।
ঘটনা জানাজানি হওয়ার পর শুক্রবার রাতে রাজপথে নেমে আসে হকার ব্যবসায়ী ও স্থানীয়রা চলতে থাকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে ছুটে আসেন সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। হকারদের আশ্বাস দেন সাংগঠনিক ব্যবস্থা নেয়ার। দুই ঘন্টার মাথায় জাতীয়তাবাদী দলের কেন্দ্র থেকে যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধব দল থেকে বহিষ্কারের ঘোষণা আসে। শান্ত হোন হকাররা। সড়ক থেকে ফিরে যান।
শনিবার সংগঠিত ঘটনায় হকার ব্যবসায়ী কাজল মিয়া বাদি হয়ে অপহরন ও চাঁদাবাজির অভিযোগ এনে জয়দীপ চৌধুরী মাদক ও তার সেকেন্ড ইন কমান্ড সাকিব এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা দায়ের করেন।
সে মামলায় মাধব আদালতের মাধ্যমে জেল হাজতের পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়ার সাইফুল ইসলাম।
উল্লেখ্য ঘটনার পর থেকে জিন্দাবাজার এলাকা থেকে মাধববাহিনীর ক্যাটাররা হকারদের হামলার ভয়ে ও পুলিশের গ্রেফতার এড়াতে অনেকেই গা-ঢাকা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকার
ব্যবসায়ী ও সচেতন জনতা। মাধবেরকবল থেকে ৫ তারিখের পর জবর দখল হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো উদ্ধারে পুলিশপ্রশাসনের সুদৃষ্টি ও কামনা করেন তারা
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD