সিলেট ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫
পুলিশ সদস্যদের মন্ত্রণালয়ে অনাকাঙ্ক্ষিত তদবির ও নিয়ম বহির্ভূত আচরণ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এসব বিষয় স্পষ্ট করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে পদোন্নতি বা বদলির জন্য তদবির করছেন কিছু পুলিশ সদস্য, যা ঊর্ধ্বতনদের বিব্রত করছে এবং অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। একইসঙ্গে, পুলিশের পক্ষ থেকে অনেক প্রস্তাব অসম্পূর্ণভাবে পাঠানো হচ্ছে বা শেষ মুহূর্তে পাঠানো হচ্ছে, যার ফলে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা তৈরি হচ্ছে।
এমন পরিস্থিতি এড়াতে নিচের সাতটি জরুরি নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে:
১. কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।
২. পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে অপ্রয়োজনীয় তদবির থেকে বিরত থাকতে হবে।
৩. সময়সীমার মধ্যে পূর্ণাঙ্গ ও সঠিক প্রস্তাব পাঠাতে হবে।
৪. বিদেশ সফরের জন্য উপযুক্ত কাগজপত্র যাচাই করে পাঠাতে হবে।
৫. চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে মেডিকেল বোর্ডের সুপারিশসহ প্রতিবেদন সংযুক্ত করতে হবে।
6. অন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগে ‘রুলস অব বিজনেস’ অনুসরণ করতে হবে।
7. জেমস (GEMS) সিস্টেমে নিয়মিত তথ্য হালনাগাদ করতে হবে।
এ নির্দেশনাগুলো যথাযথভাবে পালন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD